
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মহিলাদের টি–২০ প্রতিযোগিতার তিনটি ফ্র্যাঞ্চাইজির তিনজন ক্যাপ্টেনের নাম রবিবার ঘোষণা করল বিসিসিআই। সুপারনোভা দলের ক্যাপ্টেন হচ্ছেন হরমনপ্রীত কৌর, ট্রেইলব্লেজার্স দলের ক্যাপ্টেন হচ্ছেন স্মৃতি মন্ধানা এবং ভেলোসিটির ক্যাপ্টেন মিতালি রাজ।
আগামী ৪–৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে হবে এবছরের মহিলাদের টি–২০ প্রতিযোগিতা। গত বছরের ফাইনালিস্ট সুপারনোভার সঙ্গে ভেলোসিটির ম্যাচ দিয়ই প্রতিযোগিতার উদ্বোধন হবে। শারজাহ্ স্টেডিয়ামে খেলা হওয়ার কথা।
তিনটি দলেই ভারতীয় ক্রিকেটাররা ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং নিউ জিল্যান্ডের ক্রিকেটাররা থাকবেন।
বাংলার ঝুলন গোস্বামী থাকছেন ট্রেইলব্লেজার্স দলে। থাইল্যান্ডের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে টি–২০ বিশ্বকাপে অর্থ শতক করা থাইল্যান্ডের ক্রিকেটার নাত্থাকান চানথামও থাকছেন এই দলেই।