গাড়ি বোমা বিস্ফোরণ আফগানিস্তানে, মৃত্যু কমপক্ষে ২৬ জনের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। বিস্ফোরনে মৃত্যু হল কমপক্ষে ২৬ জন নিরাপত্তারক্ষীর।জখম হয়েছেন আরও ১৭ জন। রবিবার সাত সকালে আফগানিস্তানের ঘজনিবাসী এলাকায় প্রবল বিস্ফোরণ হয়। ওই এলাকার ৩ নম্বর ইউনিটে আচমকাই একটি গাড়িতে বিস্ফোরণ হয়। জানা গিয়েছে যে, বিস্ফোরনের গাড়িটি আগেই ওইস্থানে রাখা ছিল।
বিস্ফোরণের পরে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘজনি হাসপাতালের ডিরেক্টর বাজ মহম্মদ হেমাত জানিয়েছেন যে, “এখনও পর্যন্ত ২৬টি মৃতদেহ উদ্ধার হয়েছে। ১৭ জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা সকলে নিরাপত্তাবাহিনীর সদস্য।
আরও পড়ুন- ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকার শাহবাগে অবরোধ
এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার পিছনে তালিবান গোষ্ঠীর হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।
এমনিতেই ঘজনির পূর্ব প্রান্ত সর্বদা উত্তপ্ত হয়ে থাকে। আফগান নিরাপত্তাবাহিনীর সঙ্গে তালিবানদের সংঘর্ষ লেগেই থাকে। এই বিস্ফোরণকে অনেকে আত্মঘাতী হামলা বলেছেন। উল্লেখ্য, মাত্র পাঁচদিন আগে জোড়া বিস্ফোরণ হয় আফগানিস্তানে। সেই হামলায় ১৪ জনের মৃত্যুও হয়।