পশ্চিমবঙ্গহেডলাইন
জাতীয় সড়কে আগুনে ভস্মীভূত গাড়ি

পাপ্পা গুহ, উলুবেড়িয়া: আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি প্রাইভেট গাড়ি। জানা গেছে সোমবার সকাল ১০টা নাগাদ একটি প্রাইভেট গাড়ি ঘোড়াঘাটা থেকে উলুবেড়িয়ার দিকে আসছিল। গাড়িটি বাগনান মানকুর উড়ালপুলে ওঠার পরেই আচমকা গাড়ি ধেকে ধোওয়া বের হতে দেখে গাড়ির চালক। এরপরেই চালক গাড়ি থামিয়ে দিলে চালক ও গাড়ির মালিক গাড়ি থেকে নেমে পড়ে। কিছুক্ষনের মধ্যেই গোটা গাড়িটি আগুনের গ্রাসে চলে যায়।
আরও পড়ুন: হাতির তাণ্ডবে যানবাহন চলাচলের সমস্যা ঝাড়গ্রামে
গাড়িতে আগুন লাগার খবর পাওয়ার পরে বাগনান থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। দমকলের প্রাথমিক অনুমান শট সার্কিট থেকেই এই আগুন। এদিকে দূর্ঘটনার জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।