fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

শাসক দলের অস্বস্তি বাড়িয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে সিবিআই

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ফের চাপে শাসক দল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রতও জেলে রয়েছে। এই অবস্থায় ফের শাসকদলকে অস্বস্তিতে ফেলে সাত সকালেই রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হানা দিল সিবিআই। কয়লা পাচার কাণ্ডেই এই অভিযান চালানো হচ্ছে বলে খবর। মন্ত্রীর গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী সংস্থার আধিকারিকেরা।

মলয় ঘটকের আসানসোলের বাড়ির পাশাপাশি কলকাতাতেও কয়লা পাচার কাণ্ডে অভিযান চালাচ্ছে সিবিআই। ডায়মন্ড হারবার রোডে এক ব্যবসায়ীর বাড়ি সহ তিনটি জায়গায় তল্লাশি চলছে বলে খবর৷ কয়লা পাচার কাণ্ডে এর আগে বেশ কয়েকবার মন্ত্রী মলয় ঘটককে তলব করেছিল ইডি৷ কিন্তু একবার বাদে প্রত্যেকবারই হাজিরা এড়িয়েছেন মন্ত্রী।  এ দিন সকাল ৮.১৫ মিনিট নাগাদ আসানসোল শহরে মন্ত্রী মলয় ঘটক বর্তমানে যে বাড়িতে আসেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকেরা।সেখানে তল্লাশি অভিযান চালানোর মাঝেই আসানসোল শহরেই মন্ত্রী মলয় ঘটকের পুরনো বাড়িতে আসে সিবিআই।

 

 

 

 

 

Related Articles

Back to top button
Close