fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

বিশ্বভারতী কাণ্ডে তদন্তের দাবি জানিয়ে CBI ডেপুটেশন দিল ABVP

পঙ্কজ বিশ্বাস, বিধাননগর: বিশ্বভারতীর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে এবার পথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। সোমবার এই দাবি নিয়ে সিবিআই দফতরে ডেপুটেশন জমা দেয় তারা। সিবিআই-এর ঊর্ধ্বতন আধিকারিকের কাছে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে এদিন আর্জি জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক সুরঞ্জন সরকার।

এদিন এবিভিপির মিছিল শুরু হয় সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে। মিছিল চলে সিবিআই দফতর পর্যন্ত। এই মিছিলে অংশগ্রহণ করেছিল প্রায় দু’শতাধিক ছাত্র-ছাত্রী। সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরে চলে মিছিল। এদিন সিবিআই দফতরে ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছেও একটি ডেপুটেশন জমা করে এবিভিপির বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইউনিট। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় আচার্য হিসেবে প্রধানমন্ত্রীর কাছেও আরেকটি ডেপুটেশন দেওয়া হয় এদিন।

এর কিছুদিন আগেই বিশ্বভারতীর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে রাজ্যপালের শরণাপন্ন হয়েছিল বঙ্গ বিজেপি। এই মর্মে রাজভবনে উপস্থিত হয়েছিল রাজ্য বিজেপির যুব মোর্চা একটি প্রতিনিধিদল। রাজ্যপালের জগদীপ ধনকড়ের কাছে স্মারকলিপি জমা দেন রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ।

গেরুয়া শিবিরের অভিযোগ, ‘রবীন্দ্র স্মৃতি নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। সমস্যা হতেই পারে, কিন্তু যারা আইনের দ্বারস্থ না হয়ে, নিজেদের হাতে আইন তুলে নিয়েছেন তাদের শাস্তি হওয়া উচিত।’ এই গোটা ঘটনার নেপথ্যে শাসকদলের যোগসাজশ রয়েছে বলেই এদিন দাবি তাদের। এই অভিযোগের ওপর ভিত্তি করেই বিশ্বভারতীর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানায় তারা।

Related Articles

Back to top button
Close