fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

CBSE সিলেবাস থেকে বাদ নাগরিকত্ব, ফেডারেলিজম, সেকুলারিজম ও পার্টিশনের মতো অধ্যায়, ক্ষুব্ধ মমতা

অভিষেক গঙ্গোপাধ্যায়,কলকাতা: সিবিএসই একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম থেকে নাগরিকত্ব, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ধর্মনিরপেক্ষতা, ও দেশভাগের মতো গুরুত্বপূর্ণ অধ্যায় বাদ দেওয়ায় প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজের একাউন্টে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় মমতা। তিনি বলেন, ‘আমি অত্যন্ত শোকাহত। যে পদ্ধতিতে কেন্দ্রীয় সরকার পড়ুয়াদের চাপ কমানোর নামে নাগরিকত্ব যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ধর্মনিরপেক্ষতা ও দেশভাগের মতো গুরুত্বপূর্ণ অধ্যায় গুলোকে পাঠক্রমের বাইরে করেছেন। তা সঠিক নয়। দেশজুড়ে করোনার সংক্রমণ যখন মাথাচাড়া দিয়ে উঠছে সে সময় এই সিদ্ধান্ত হয় ঠিক নয়। আমরা কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি।

একইসঙ্গে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে আবেদন করছি কোনোভাবেই এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাযয়ের পাঠ থেকে ছাত্র-ছাত্রীদের বিরত করবেন না।
উল্লেখ্য মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে সিবিএসই বোর্ড একাদশ শ্রেণির পাঠ্যক্রম থেকে পুরোপুরি বাদ দেয় এই অধ্যায়গুলি। তারপরেই এদিন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সরব হয়ে কেন্দ্রের বিরুদ্ধে ঝড় তুললেন মমতা।

দেশজুড়ে বেড়ে চলা করোনার এই পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা একেবারে বেসামাল। স্থগিত হয়ে গেছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ও স্কুলের পঠন পাঠন ব্যবস্থা। এমনকি পরীক্ষা নেওয়ার ও সুযোগ-সুবিধা মিলছে না। এমন অবস্থায় কেন্দ্রীয় সরকার পড়ুয়াদের সুবিধার কথা মাথায় রেখেই ৩০ শতাংশ পাঠ্যক্রম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। আর সেই সিদ্ধান্ত মেনেই সিবিএসই বোর্ড রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম থেকে এই চার অধ্যায় কে বাদ দেয়।

Related Articles

Back to top button
Close