
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আনলক পর্বে করোনা সংক্রমণ বাড়ার অন্যতম কারণ হিসেবে অনেকেই অভিযোগের আঙুল তুলছেন অটো রিক্সার দিকে। প্রথম প্রথম সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা থাকলেও পরে আর তা মানা হয়নি। ফলে ঘেঁষাঘেঁষি করে অটোয় চলাচল করার পুরনো ছবি ফিরে এসেছে। এই পরিস্থিতিতে শহরের অটো পরিষেবায় করোনা সংক্রমণের হার কমাতে উদ্যোগী হয়েছে বেসরকারি টায়ার সংস্থা। যাত্রী ও অটো চালকের মধ্যে ব্যবধান তৈরির জন্য তারা দিচ্ছে ‘ শিল্ড অফ সেফটি।’ যা যাত্রীদের সঙ্গে অটো চালকের মধ্যে ব্যবধান গড়ে তুলবে।
আরও পড়ুন: ইউরোপ ট্যুরেই সুশান্তের মধ্যে পরিবর্তন দেখা যায়, দাবি রিয়া চক্রবর্তীর
শিল্ড অফ সেফটি কি? এটি আদতে আইসোলেশন কভার যা যাত্রীদের ও অটো চালকের মধ্যে ব্যবধান গড়ে তুলবে। একইসঙ্গে থাকছে একটি পুস্তিকা যাতে নির্দেশিকা রয়েছে কিভাবে অটোকে স্যানিটাইজ করতে হবে। সংস্থার চিফ মার্কেটিং অফিসার অমিত টোলানি বলেন, ‘ দৈনন্দিন যাতায়াতে যাত্রীদের একটা বড়ো অংশ অটোরিক্সা ব্যবহার করেন। করোনা সংক্রমণের এই পরিস্থিতিতে সামাজিক দায়িত্ব হিসাবে যাত্রী ও অটো চালক উভয়ের সুরক্ষার জন্য এই ‘ শিল্ড অফ সেফটির’ ব্যবস্থা করেছি। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।’