পশ্চিমবঙ্গহেডলাইন
দুঃস্থ শিশুদের নিয়ে জন্মদিন পালন

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: স্বেচ্ছাসেবী সংস্থা ব্লাড ডোনার অর্গানাইজেশন এর পাঠশালায় এক দল দুস্থ শিশুদের নিয়ে নিজের বাইশতম জন্মদিন পালন করলেন সংস্থার সদস্যা দেবস্মিতা চক্রবর্তী।
আরও পড়ুন: হুগলী নদীর বাঁধ ভেঙে প্লাবিত গোটা এলাকা, আতঙ্কে প্রহর গুনছে এলাকাবাসী
দেবস্মিতা জানান পুজোর আগে এইসব দুস্থ ও পথ শিশুদের নিয়ে নিজের জন্মদিন পালন করে খুব পরিতৃপ্ত হয়েছেন তিনি। এদিন এই শিশুদের পেট পুরে খাওয়ানো হয় এবং প্রত্যেকের হাতে দেবস্মিতা উপহার তুলে দেন।