পশ্চিমবঙ্গহেডলাইন
নভেম্বর বিপ্লবের ১০৪ তম বার্ষিকী উদযাপন

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: সিপিআইএম-এর কুমারগ্রাম পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে কামাক্ষ্যাগুড়ির দলীয় কার্যালয় উদযাপিত হল মহান ননভেম্বর বিপ্লবের একশত চার তম বার্ষিকী। এদিন কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে নভেম্বর বিপ্লবের একশত চার তম বার্ষিকী উদযাপন কর্মসুচীর সুচনা করেন দলের বর্ষীয়ান নেতা বীরেন বর্মন।
আরও পড়ুন: সাংবাদিক অর্ণব গোস্বামীর নিঃশর্ত মুক্তির দাবিতে উদ্ভব ঠাকরের কুশপুত্তলিকা দাহ করল ABVP
তিনি বলেন, ১৯১৭ সালের সাতই নভেম্বর লেনিনের নেতৃত্বে রাশিয়ায় শুরু হয়েছিল সমাজতান্ত্রিক বিপ্লব। সেই দিনটিকে মহান নভেম্বর বিপ্লব এর সুচনা দিবস হিসাবে পালন করা হয়। পতাকা উত্তোলন এর পর দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নভেম্বর বিপ্লবের প্রাসঙ্গিকতা সম্পর্কে বক্তারা বক্তব্য রাখেন।