পশ্চিমবঙ্গহেডলাইন
কোলাঘাটে বিজেপির উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়-এর জন্মদিন পালন

বাবলু ব্যানার্জি, কোলাঘাট: আদর্শ, নিষ্ঠা, দর্শন ও মানবিক দিক গুলি ঠিক পথে পালন করার পরামর্শ দিলেন পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিজেপি নেতৃত্ব। শুক্রবার কোলাঘাট মন্ডল ৩ ও পুলশিটা অঞ্চলের বিজেপির পক্ষ থেকে কোলাঘাটের দেউলিয়া বাজারে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১০৫তম জন্মদিন পালনের মধ্য দিয়ে উপস্থিত কর্মী-সমর্থকদের এই বার্তা দেওয়া হল।
আরও পড়ুন: করোনা: লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে বেঙ্গালুরুতে
সেই সঙ্গে আরও বলা হল, আদর্শের পথে চললে এক সময় তার সাফল্য আসবেই, সেই পথেই আমাদের চলতে হবে। উপস্থিত নেতৃত্বদের মধ্যে ছিলেন সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক দেবব্রত পট্টনায়েক, সংখ্যালঘু মোর্চার রাজ্য নেতা শেখ সাদ্দাম হোসেন, কোলাঘাট মন্ডল বিজেপির সভাপতি কার্তিক দোলুই, যুব মোর্চার নেতৃত্ব প্রসেনজিৎ সরকার প্রমুখ।