fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

ভোজ্য তেলের দাম কমানোর নির্দেশ কেন্দ্রের!

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ক্রমশই বেড়ে চলেছে জিনিস পত্রের দাম। হাত দিতেই আগুন ছোঁয়া দাম। রান্নার গ্যাসের দাম বেড়েছে। স্বাস্থ্যখাতেও হাসপাতালে ভর্তিতে এবার বাড়তি জিএসটি বসছে। ফলে ক্রমশই বিরোধীদের চাপের মুখে পড়ছে কেন্দ্র সরকার। এবার এবার ভোজ্য তেলে লিটারপিছু ১০ থেকে ১৫ টাকা কমানোর নির্দেশ কেন্দ্রের। এক সপ্তাহের মধ্যেই এই নয়া নিয়ম কার্যকর হবে। নিয়ম কার্যকর হলে সাদা তেল সহ সরষের তেলের দাম কমবে।

চলতি সপ্তাহের বুধবার খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে কেন্দ্রের এই উদ্যোগের কথা জানিয়েছেন। এমনকি সঠিক দাম নির্ধারণের ওপরেও কড়া বার্তা দিয়েছে কেন্দ্র, এমনটাই জানান তিনি। কিছু কোম্পানি যারা এখনও তাদের দাম কমায়নি এমনকি তাদের এমআরপি অন্যান্য ব্র্যান্ডের চেয়ে বেশি তাদেরও দাম কমানোর পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। শুক্রবার সমস্ত ভোজ্য তেলের কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে বসেন খাদ্য সচিব। এছাড়া একই ব্র্যান্ডের তেল যাতে একই দামে সারা দেশে বিক্রি হয়, সেদিকেও নজর দিতে বলা হয়েছে।

Related Articles

Back to top button
Close