কেন্দ্রীয় সরকারের বড় সিদ্ধান্ত, একা সন্তান প্রতিপালনকারী বাবারাও পাবেন “চাইল্ড কেয়ার লিভ”

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: শুধু মায়েরা নয়, এবার থেকে বাবারাও পাবেন “চাইল্ড কেয়ার লিভ”। যেসব বাবারা একা সন্তান প্রতিপালন করেন, তাঁদের “চাইল্ড কেয়ার লিভ” দেবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সোমবার ঘোষণা করেন যে, একা সন্তান পালনকারী সরকারী কর্মচারী বাবারা চাইল্ড লিভ পাবেন। তিনি জানিয়েছেন যে, শিশু যত্নের ছুটি কেবলমাত্র এমন কর্মীদেরই দেওয়া হবে যারা একা সনান প্রতিপালন করছেন। সেইক্ষেত্রে বিবাহ বিচ্ছেদকারীরাও এই সুবিধা পাবেন। এছাড়াও কোনও বিধবা এমনকি অবিবাহিতও এই সুবিধা পাবেন৷ তিনি আরও বলেন যে, প্রথম বছরে পুরো বেতন নিয়ে শিশু যত্নের জন্য ছুটি পাবেন সরকারী কর্মীরা। একই সময়ে, পাওনা ছুটির মাত্র ৮০ শতাংশ শিশু যত্নের জন্য ব্যবহার করা হবে।
[আরও পড়ুন- জম্মু-কাশ্মীরের এনকাউন্টারে খতম ১, আত্মসমর্পণ আরও এক জঙ্গির]
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন যে, বর্তমানে যে সকল কর্মচারীরা শিশু প্রতিপালনের জন্য ছুটি বা চাইল্ড কেয়ার লিভ নিতে চান তাদের ইতিমধ্যে অনুমোদন দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন যে, যেসব কর্মীরা সন্তানের যত্নের জন্য ছুটিতে থাকতে চান তিনি এই ছুটি ভ্রমণের ছাড় হিসেবেও পেতে পারেন। এছাড়াও এবার থেকে সরকারি কর্মীরা প্রতিবন্ধী শিশুর যত্নের জন্য শিশু যত্নের জন্যও এই ছুটি নিতে পারবেন। এরআগে সন্তানের সর্বোচ্চ বয়সসীমা ২২ বছর নির্ধারণ করা হয়েছিল। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় সংস্কারের বিষয়ে ব্যক্তিগত আগ্রহ দেখিয়েছেন। সেইকারণে গত ৩ বছরে কেন্দ্রীয় সরকার অনেক সংস্কারী পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে অন্যতম এই সিদ্ধান্ত।