fbpx
দেশহেডলাইন

ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাব্দী প্রাচীন স্থাপত্য তাজমহল

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দেশের বেশ কিছু রাজ্য মারাত্মক ঝড়-বৃষ্টির মুখোমুখি হয়েছে । আমফানের তান্ডবের পর রীতিমতো আতঙ্কে পশ্চিমবঙ্গবাসী। এরই মধ্যে ব্যাপক ঝড়ে ক্ষতিগ্রস্ত হল শতাব্দী প্রাচীন বিস্ময়কর স্থাপত্য তাজমহলের। পাশাপাশি ঝড়ের দাপটে আগ্রায় মৃত্যু হয়েছে ৩ জনের। তাজমহলের লাল বেলেপাথর ও মার্বেলের রেলিংয়ের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে মূল দরজারও ক্ষতি হয়েছে। জানা গিয়েছে তাজমহলের ক্ষতি করা ওই ঝড়ের গতিবেগ ছিল ১২৪ কিমি প্রতি ঘন্টা। ব্যাপক গতির এই ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে আগ্রা এলাকার প্রায় ২০ টি বাড়ি। তাজমহল চত্বরের ১০ টি গাছেরও ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এর আগেও ২০১৮ সালে ক্ষতি হয়েছিল এই স্মৃতিসৌধর।

আরও পড়ুন: ফের ঝড়ের দাপট কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, ভাসবে গোটা রাজ্য

অন্যদিকে আম্ফানের পরেও বাংলা দেখছে বিরাট কালবৈশাখীকে ঘণ্টায় যার গতিবেগ ছিল ৯৬ কিমি প্রতি ঘন্টা। এরপর রবিবার সকালেও বজ্রবিদ্যুত্‍ এর শব্দে ঘুম ভাঙলো কলকাতাবাসীর। সাত সকালেই আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হয় একাধিক জেলায়।

 

 

Related Articles

Back to top button
Close