কলকাতাদেশশিক্ষা-কর্মজীবনহেডলাইন
বিনা পরীক্ষায় স্নাতকের শংসাপত্র নিয়ম বিরুদ্ধ, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র
অভিষেক গঙ্গোপাধ্যায়, কলকাতা: পরীক্ষা ছাড়া স্নাতকের শংসাপত্র দেওয়া আইন বিরুদ্ধ। সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র। সোমবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের পক্ষ থেকে এই দাবি জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, ‘পরীক্ষা নেওয়া ছাড়া কাউকে স্নাতকের সার্টিফিকেট দেওয়া যাবে না। তা ইউজিসি’র নিয়মবিরুদ্ধ।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে হলফনামা চেয়েছে শীর্ষ আদালত। ১৪ আগস্ট পর্যন্ত সময়সীমা। ততদিন পর্যন্ত এই সংক্রান্ত শুনানি মুলতুবি থাকবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। ফের উচ্চশিক্ষায় পরীক্ষানীতি নিয়ে জোর ধাক্কা খেল রাজ্যগুলি। ফলে কোরোনা আবহের মধ্যেই রাজ্যগুলির সঙ্গে সরাসরি সংঘাতের বাতাবরন তৈরি হল কেন্দ্রের। এর আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ব বিদ্যালয় মঞ্জুরি কমিশন সেপ্টেম্বরে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ফাইনাল পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিল। কিন্তু সে সময়ে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্য মঞ্জুরি কমিশনকে এই বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানিয়েছিল। কারণ হিসেবে তারা স্পষ্ট জানিয়েছিল পরিকাঠামো গত বিচ্যুতির কারণে কোনও ভাবেই কলেজ বিশ্ব বিদ্যালয় গুলিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। মূলত পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, দিল্লির পক্ষ থেকে একথা জানান হয়েছিল।
এ রাজ্যের থেকেও ইউজিসি’র ওই গাইডলাইন পরিবর্তনের জন্য দফায় দফায় চিঠি লিখে আবেদনও করা হয়। এমনকী চিঠির জবাব না পেয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রীর কাছে সেই প্রসঙ্গ ফের উত্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেও জল গলেনি। কার্যত এরপরই স্বতঃপ্রণোদিত হয়ে মহারাস্ট্র সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানায়। সেই আবেদনকে সমর্থন জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন আরও বলেন, ‘ইউজিসি-ই ডিগ্রি দেওয়ার নিয়মকানুন বেঁধে দিতে পারে। রাজ্যের তা পরিবর্তন করার এক্তিয়ার নেই। পড়ুয়াদের স্বার্থের কথা মাথায় রেখে পরীক্ষা নেওয়া হচ্ছে না, তা ঠিক নয়।’