আজও পার্থ ও অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা, মানিক ভট্টাচার্যকে তলব ইডির

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: বর্তমান রাজ্য রাজনীতিতে সব থেকে চর্চিত মুখ পার্থ-অর্পিতা। এদিকে আজ ফের পার্থ ও অর্পিতা মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা হতে পারে। অন্যদিকে আজ ইডি দফতরে হাজিরা দিতে পারেন মানিক ভট্টাচার্য। তাকে বেলা ১২টা নাগাদ তলব করেছে ইডি।
ইডি সূত্রে খবর, জেরার বেশিরভাগ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন পার্থ। মঙ্গলবার দফায় দফায় জেরা করা হয়েছে পার্থ-অর্পিতাকে।
একই বিল্ডিংয়ে ইডির লক আপে রাখা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। পার্থ চট্টোপাধ্যায় রাতভর ঘুমোননি সেভাবে। অস্থায়ী লকআপে কার্যত জুবুথুবু হয়েই বসে রয়েছেন তিনি। মাঝে মধ্যে কাঁদতে দেখা গিয়েছে অর্পিতাকে। অর্পিতা রবিবার রাত থেকে সিজিও কমপ্লেক্সে ইডির হেফাজতে রয়েছেন।
সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সের ৭ তলায় ইডির অস্থায়ী লকআপে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বর্তমানে রাখা রয়েছে। একই ফ্লোরে ইডির স্থায়ী লকআপে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। কিছুই খেতে চাইছেন না অর্পিতা।একই পোশাকে রয়েছেন তিনি। লাল টি শার্ট আর তার উপরে শ্রাগ।
অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার দিকে নজর রাখতে হচ্ছে ইডি কর্তাদের। এইমস কতৃপক্ষের দেওয়া ওষুধ নিয়ম মাফিক দেওয়া হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।