fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

“আমি হাথরাসে যাব, যোগীর পদত্যাগ আর সুবিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে” দিল্লিতে হুঙ্কার আজাদের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: হাথরসের কাণ্ডে প্রতিবাদের সুর চড়িয়ে  চন্দ্রশেখর বলেছেন,  “আমি হাথরাসে যাব, এবং মুখ্যমন্ত্রী যোগীর পদত্যাগ অন্যায়ের সুবিচার যতক্ষন না হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। দেশের শীর্ষ আদালতের কাছে অনুরোধ, এই ঘটনা গুরুত্ব দিয়ে দেখা হোক।”

হাথরসের মতো ঘটনা যেন আর না ঘটে। হাতজোড় করে সরকারের কাছে অনুরোধ, অপরাধীদের দ্রুত ফাঁসিতে ঝোলাবার ব্যবস্থা করুন, দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ মিছিল থেকে আওয়াজ তুললেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সন্ধে থেকে বিক্ষোভ-মিছিলে উত্তাল দিল্লি। হাথরস গণধর্ষণ কাণ্ডের সুবিচার চেয়ে রাজধানীর পথে নেমেছে কংগ্রেস, আপ ও অন্যান্য কয়েকটি গণ সংগঠন। যন্তর মন্তরের কাছে প্রতিবাদ মিছিলে পা মেলাতে দেখা যায় কেজরিওয়াল ও ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদকেও। কেজরিওয়াল বলেছেন, “আমরা সুবিচারের লক্ষ্যে এখানে জড়ো হয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আমাদের মেয়ের আত্মা যেন চিরশান্তিতে থাকে। উত্তরপ্রদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ, যারা এই কুকর্মে জড়িত তাদের এমন শাস্তি দেওয়া হোক যাতে এই ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায় অপরাধীরা।”

 

Related Articles

Back to top button
Close