কেন্দ্রের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন চাঁপদানী পৌরসভার প্রশাসক সুরেশ মিশ্র

নিজস্ব প্রতিনিধি, হুগলি : কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন চাঁপদানী পৌরসভার প্রশাসক সুরেশ মিশ্র। সোমবার তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে দেশ জুড়ে চাইনিজ জিনিস বর্জন করা হচ্ছে। একই সঙ্গে ভারতীয় প্রডাক্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ নিয়েছেন।
অথচ, বর্তমান পরিস্থিতিতে চাঁপদানি পৌরসভা এলাকায় একাধিক জুটমিলে চায়না তাঁত বসানোর অভিযোগ তুলেছেন পুরসভার প্রশাসক তথা বিদায়ী পুরপ্রধান। এই ঘটনার ফলে অনেক কর্মীরা কাজ হারাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। সুরেশবাবু আরও অভিযোগ করে বলেন, যেখানে আগে একজন শ্রমিক দুটো মেশিন চালাত। সেখানে বর্তমানে একজন শ্রমিককে ছ’টা করে মেশিন চালাতে হচ্ছে। এর ফলে সমস্যায় পড়ছেন একাধিক শ্রমিকরা।
আরও পড়ুন: আগামী ৩১ অক্টোবর গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
এরপরই প্রশাসক সরকারের দৃষ্টি আকর্ষন করে বলেন, যেভাবে চায়না প্রোডাক্ট ব্যান্ড করা হচ্ছে। ঠিক তেমনি ভাবেই জুট মিল গুলোতে চায়না তাঁত অবিলম্বে বন্ধ করা হোক। যদিও এই বিষয়ে ডালহৌসি জুটমিল, অ্যাঙ্গাস জুটমিল সহ একাধিক জুটমিলের কর্তিপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি। তাই তাদের বক্তব্যও জানা জায়নি।