বিজেপির উদ্যোগে দাতব্য চিকিৎসা কেন্দ্র রায়গঞ্জে

শান্তনু চট্টোপাধ্যায় , রায়গঞ্জ: রাজ্যের চিকিৎসার ব্যবস্থার হাল অত্যন্ত বেহাল। একারনে শনিবার থেকে বিজেপির উত্তর দিনাজপুর জেলা পার্টি অফিসে সাধারন মানুষদের জন্য দাতব্য চিকিৎসার ব্যবস্থা শুরু করলো বিজেপি নেতৃত্ব। শনিবার আনুষ্ঠানিক ভাবে এই চিকিৎসা পরিষেবা শুরু হয়। জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, রাজ্যের চিকিৎসা ব্যবস্থা তলানিতে চলে গিয়েছে।
আরও পড়ুন: দলছুট অসুস্থ হনুমান শাবককে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন এক গৃহশিক্ষক
করোনার জন্য লকডাউন হওয়ার ফলে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য যেতে ভয় পাচ্ছে। বাড়িতেই অনেক লোক অসুস্থ হয়ে পরে রয়েছে। হাসপাতালে গেলে কোনো চিকিৎসা হচ্ছে না। তাই উত্তরদিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে জেলা বিজেপি কার্যালয়ে দাতব্য চিকিৎসা শুরু করা হয়েছে। এখানে অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথির চিকিৎসা দুটোই ব্যবস্থা রয়েছে। তিনজন চিকিৎসক ও এই কাজে যুক্ত হয়েছেন। চিকিৎসকদের প্রেসক্রিপশন করা কিছু ঔষধ দেওয়া হবে এখান থেকে। লকডাউন পর্যন্ত এই চিকিৎসা জেলা বিজেপি কার্যালয়ে চলবে।