পশ্চিমবঙ্গহেডলাইন
বেনারসের আদলে রানিগঞ্জের দামোদর নদের ঘাটে আরতী

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: আসানসোলের রানিগঞ্জের মানুষদের কল্যাণ ও সনাতন হিন্দুদের পুরোনও সাংস্কৃতিক ফিরে আনার লক্ষ্যে ছট পুজোকে সামনে রেখে প্রথম বার বেনারসের গঙ্গা আরতির আদলে দামোদর নদের তীরে রানিগঞ্জের নারানকুড়ির মা মথুরাচন্ডী মন্দিরে আরতী করা হয়।প্রদীপ জ্বালোনোর মাধ্যমে শুক্রবার সন্ধ্যায় এই আরতী শুরু হয়। শনিবার ভোরে ৫ টা সময় সূর্যদেবের পুজো ও গঙ্গা পূজোর সঙ্গে হনুমান চালিশা পাঠ করা হয়।।
এই আয়োজনের প্রধান উদ্ধোক্তা রানিগঞ্জের বিজেপির যুব নেতা অভীক কুমার মন্ডল। তিনি প্রদীপ জ্বালিয়ে আরতী শুরু করেন। তিনি বলেন, রানিগঞ্জের মানুষের ভালোবাসা ও সহযোগীতা একদিন আমাদের শুরু করা এই অনুষ্ঠান আগামীদিনে নারাণয়কুড়ির মথুরাচন্ডী মন্দিরের বিশেষ আকর্ষণ কেন্দ্র হবে।