fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

অবস্থা আরও সংকটজনক, কোমায় চলে গেলেন ছত্তিশগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অবস্থা আরও সংকট জনক ছত্তিশগঢ়-এর প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর। রবিবার কোমায় চলে গেলেন তিনি। উল্লেখ্য, শনিবার সকালে বাড়ির বাগানে পড়ে গিয়ে বড় বিপদ ঘটিয়েছিলেন ছত্তিশগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এরপর তড়িঘড়ি তাঁকে রায়পুরের নারায়না হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানকারই ডাক্তার জানালেন, কোমায় চলে গিয়েছেন ছত্তিশগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী জোগী। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

 

উল্লেখ্য, শনিবার তাঁকে হাসপাতালে নিয়ে আসার পরই জ্ঞান ফেরানোর জন্য বিশেষ ডাক্তারদের ডেকে পাঠানো হয়েছিল। শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ অজিত জোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডাক্তারদের তরফে জানানো হয়েছিল, পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন ছত্তিশগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

 

অন্যদিকে শনিবারের মেডিক্যাল বুলেটিন থেকেই জানা গিয়েছিল, আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে অজিত জোগীকে। কারণ তখন তাঁকে নিঃশ্বাস নিতে রীতিমতো বেগ পেতে হচ্ছে। ডাক্তারদের কথায় তাঁর স্বাস্থ্যের অবস্থা রীতিমতো ‘সংকটজনক’ ছিলই। রবিবার সকালে ডাক্তাররা জানিয়ে দিলেন, কোমায় চলে গিয়েছেন ছত্তিশগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। পুত্র অমিত জোগীও জানিয়েছিলেন, তাঁর বাবার স্বাস্থ্যের অবস্থা খুবই উদ্বেগজনক।

Related Articles

Back to top button
Close