যুগশঙ্খ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেটে উইকেটের পতন! করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতন চৌহান। রবিবার সকালে তাঁর কিডনি বিকল হয়ে যায় বলে জানা গিয়েছে। ক্রিকেটার হওয়ার পাশাপাশি উত্তরপ্রদেশে যোগী সরকারের ক্যাবিনেটের একজন সদস্য ছিলেন চেতন।গত ১২ জুলাই শারীরিক অসুস্থতা নিয়ে তিনি ভর্তি হন সঞ্জয় গান্ধী হাসপাতালে। এরপর চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে। রাজনীতিতে যোগ দেওয়ার আগে বহুদিন দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন।প্রয়াণ কালে তাঁর বয়স হয়েছিল ৭৩।
১৯৭০ ও ৮০’র দশকে ভারতীয় দলের একজন অন্যতম ওপেনার ছিলেন তিনি। সুনীল গাভাস্কারের সঙ্গে জুটিতে ওভালে তাঁর সর্ব্বোচ্চ স্কোর ২১৩, এছাড়াও পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন ২০৩।
উল্লেখ্য, ভারতের হয়ে তিনি ৪০টি টেস্ট ও ৭ টি ওয়ান ডে খেলেছিলেন, ২০৮৪ রান ছিল তাঁর ক্যারিয়ারের সংগ্রহে। সেইসময় তিনি বিনা সেঞ্চুরিতে ২০০০ রানের গন্ডি ওতিক্রম করেন যা সেই যুগে যথেষ্টই প্রতিকূল ছিল। চেতন চৌহানের মৃত্যতে শোকস্তব্ধ ক্রীড়ামহল।