পশ্চিমবঙ্গহেডলাইন
ছটপুজোয় পূণ্যস্নান করতে এসে দামোদরে তলিয়ে মৃত তরুণী

অতনু রায়,(বাঁকুড়া): ছটপুজোয় পূণ্যস্নান করতে এসে দামোদরে তলিয়ে গেল মৃত্যু এক কিশোরীর। মঙ্গলবার সকালে দামোদর নদে একটি মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ব্যারেজের দামোদর ঘাট চত্বরের কাছে। মৃত ছাত্রীর নাম শনি তাঁতি( ১৬ )
দুর্গাপুর কোকভান থানার অন্তর্গত নেপালি পাড়া হিন্দি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিল সে। দুর্গাপুর ব্যারেজের দামোদর নদের ছটপুজোর পুণ্য স্নান করতে এসেছিলেন। সেই সময় হঠাৎই দামোদরের জলে তলিয়ে যায় শনি। সেই সময় দামোদরের ঘাটে থাকা বেশ কিছু পূণ্যার্থী দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে্ন। খবর দেওয়া হয় বড়জোড়া থানায়।
তবে পুলিশ দেরিতে আসায় সেখানে বাকি পূণ্যার্থীরা ও মৃতার পড়শি বিক্ষোভ শুরু করেন। পুলিশ কোনক্রমে উত্তেজিত জনতার রোষ সামলে কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।