
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: এবার মাওবাদী মোকাবিলায় এক বড়সড় চ্যালেঞ্জ নিল পুলিশ। এবার এই বাহিনীর মোকাবিলা করবে রূপান্তরকামীরাও। ভারতে প্রথম কোন রাজ্যের পুলিশ বাহিনীতে এই ধরনের বড়সড় উদ্যোগ নেওয়া। সমাজের প্রান্তিক তৃতীয় লিঙ্গ সম্প্রদায়কে এই সম্মান দিল ছত্তিশগড় সরকার।
সম্প্রতি, রাজ্যের বস্তার বিভাগের সাতটি মাও অধ্যূষিত জেলায়, মাওবাদীদের মোকাবিলা করার জন্য ‘বস্তার ফাইটার ফোর্স’ নামে এক নয়া বাহিনী গঠন করা হয়েছে। এই বাহিনীতে স্থানীয় যুবদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। বস্তার পুলিশ বিভাগের সাতটি জেলা থেকে মোট ২১০০ জনকে এই বাহিনীতে নিয়োগ করেছে। তাঁদের মধ্যেই আছেন তৃতীয় লিঙ্গের ৯ জনও। এবার, মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হচ্ছে তারাও।
কঠিন পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে ‘বস্তার ফাইটার ফোর্সে’ জায়গা করে নেওয়া নির্বাচিত প্রার্থীদের। মাওবাদীদের মোকাবিলা করার জন্য বিশেষ শারীরিক ও মানসিক দক্ষতা প্রয়োদজন। তার ভিত্তিতেই এই বাহিনীর সদস্যদের বেছে নেওয়া হয়েছে। জানা গিয়েছে মোট ৫৩,০০০ আগ্রহী প্রার্থী ছিলেন। নির্বাচিত হয়েছেন মাত্র ২১০০।