
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের আইইডি বিস্ফোরণে কেঁপে উঠল ছত্তিশগড়। এই বিস্ফোরণের জেরে আহত হয়েছেন ৯ সিআরপিএফ জওয়ান। জানা গিয়েছে, কোবরা ২০৬ ব্যাটালিয়নের জওয়ানেরা এই হামলার সম্মুখীন হয়েছে। হামলার জেরে আহত হয়েছেন ৯ জওয়ান।
সূত্রের খবর, রাত দশটা নাগাদ অপারেশন সেরে ফিরছিল এই জওয়ানেরা। সেই সময়েই তাদ্মেটলা গ্রামের কাছে আইডি বিস্ফোরণ ঘটে। তাতে আহত হন প্রায় ৯ জন জওয়ান। সুকমা এসপি কেএল ধ্রুব এই হামলার সত্যতা স্বীকার করে নিয়েছেন। আহত জওয়ানদের হেলিকপ্টারে করে রায়পুরে নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন: হায়দরাবাদেরও নাম পাল্টে ‘ভাগ্যনগর’ করব, পুরভোটের প্রচারে গিয়ে হুঙ্কার আদিত্যনাথের
বস্তার আইজি সুন্দররাজ পি বলেন, জওয়ানেরা বন থেকে ফিরে আসলে তবেই এই বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে। জওয়ানরা বিস্ফোরণে আহত হয়েছে নাকি স্পাইক গর্তের ফলে আহত হয়েছে তা সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।
জানা গিয়েছে, শনিবার তাদেমতলা এলাকায় নকশালদের বিরুদ্ধে তল্লাশি অভিযানে গিয়েছিল নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল। এরই মধ্যে স্পাইক হোলে পড়ে গিয়ে কয়েকজন জওয়ান আহত হন। একই সঙ্গে আইইডি ব্লাস্টেরও খবর পাওয়া গিয়েছে। আর এই আহত জওয়ানেরা প্রত্যেকে কোবরা ২০৬ ব্যাটালিয়নের সদস্য বলে জানা গিয়েছে।