প্রয়াত ছত্তিশগঢ়-এর প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন ছত্তিশগঢ়-এর প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী । মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর । বিগত ৯মে গুরুতর অসুস্থতা নিয়ে রায়পুরের এক বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি ।
२० वर्षीय युवा छत्तीसगढ़ राज्य के सिर से आज उसके पिता का साया उठ गया।केवल मैंने ही नहीं बल्कि छत्तीसगढ़ ने नेता नहीं,अपना पिता खोया है।माननीय अजीत जोगी जी ढाई करोड़ लोगों के अपने परिवार को छोड़ कर,ईश्वर के पास चले गए।गांव-गरीब का सहारा,छत्तीसगढ़ का दुलारा,हमसे बहुत दूर चला गया। pic.twitter.com/RPPqYuZ0YS
— Amit Jogi (@amitjogi) May 29, 2020
উল্লেখ্য, চলতি মাসের প্রথমেই বাড়ির বাগানে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন অজিত যোগী। আর তারপরেই তাঁকে রায়পুরের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রায় ২০ দিন কোমায় ছিলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। শুক্রবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েকদিন আগেই জানা গিয়েছিল, ভেন্টিলেশনে রাখা হয়েছে অজিত যোগীকে। কারণ এখনও তাঁকে নিঃশ্বাস নিতে রীতিমতো বেগ পেতে হচ্ছে। ডাক্তারদের কথায় তাঁর স্বাস্থ্যের অবস্থা রীতিমতো ‘সংকটজনক’। আর তার এক দিনের মাথায় কোমায় চলে গিয়েছিলেন এই প্রবীণ নেতা।
পৃথক রাজ্য হিসেবে ঘোষিত হওয়ার পর ছত্তিশগঢ়ের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন অজিত যোগী। ২০০০ সাল থেকে ২০০৩ সাল অবধি রাজ্যের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।