fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

চেতলা অগ্রণী থেকেই আজ ভার্চুয়ালি ২৫০টি পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: আজ মহালয়ার পূণ্যলগ্নে কলকাতার কয়েকটি বড় বড় পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন সেরেছেন তিনি। রবিবার অর্থাৎ আজ সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ চেতলা অগ্রণী থেকেই ভার্চুয়ালে রাজ্যজুড়ে প্রায় ২৫০টিরও বেশি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের সময় যাতে পুজো উদ্যোক্তা, জনপ্রতিনিধি এবং জেলার প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকেন তাও নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন থেকে প্রতিটি মণ্ডপে ঢাকি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করতে বলা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলার আধিকারিকরা সেই তালিকা নবান্নে জমা দিয়েছে।

প্রসঙ্গত বৃহস্পতিবারই কলকাতায় তিনটি পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার, মহালয়ার দিন চেতলা অগ্রণী থেকে ভার্চুয়াল উদ্বোধন করলেও সোমবার থেকে কলকাতার একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন সূত্রে খবর চতুর্থী পর্যন্তই তিনি শহরের একাধিক পুজো মণ্ডপ উদ্বোধন করবেন।

 

 

 

Related Articles

Back to top button
Close