fbpx
কলকাতাহেডলাইন

নবান্নের শীর্ষস্তরে রদবদল, নতুন প্রশাসনিক আমলাদের বেছে নিলেন মুখ্যমন্ত্রী

অভীক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: কর্মদক্ষতা আর সময়ের ওপর ভিত্তি করে নবান্নের শীর্ষ প্রশাসনিক স্তরে রদবদল যেন ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর সোমবার সকালে একটি ট্যুইটের মাধ্যমে সেই ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্বরাষ্ট্রসচিব থেকে মুখ্যসচিব পদে চলে এলেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
সোমবার সকালে একটি টুইটের মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। বর্তমান অর্থ সচিব এইচ কে দ্বিবেদী হতে চলেছেন নতুন স্বরাষ্ট্র সচিব। মনোজ পান্থ হতে চলেছেন নতুন অর্থ সচিব। আর বর্তমান মুখ্যসচিব রাজীব সিনহাকে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিযুক্ত করা হচ্ছে।
১ অক্টোবর থেকে মুখ্যমন্ত্রীর সাজানো এই নতুন দল নতুনভাবে ফের কাজ শুরু করবে। বিধানসভা নির্বাচনের আগে শেষ ৬ মাস রাজ্য প্রশাসন এই নতুন দলকে নিয়েই চালাবেন মুখ্যমন্ত্রী। সেই প্রত্যেককে তাদের পদোন্নতির জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

Related Articles

Back to top button
Close