
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: যিনি রাঁধে তিনি চুলও বাঁধেন। তার জলজ্যান্ত উদাহরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সকলের কাছেই প্রশাসনিক সুপ্রিমো ছাড়াও তিনি একজন সংস্কৃতিমনস্ক মানুষ বলে পরিচিত। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ে লেখা গান, সুর সম্বলিত ক্যাসেট প্রকাশিত হতে চলেছে মহালয়ার দিন। যেখানে গান গেয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই।
নবান্ন সূত্রে খবর, এই অ্যালবামের গানগুলির কথা এবং সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত বছর পুজোর অ্যালবামের জন্য মমতার গলায় দু’লাইন গান শোনা গিয়েছিল। এবার পুজোর অ্যালবামে সম্পূর্ণ গান গেয়েছেন তিনি। মহালয়ায় নজরুল মঞ্চে ‘জাগো বাংলা-র উৎসব সংখ্যার উদ্বোধন। সেখানেই প্রকাশিত হতে চলেছে পুজোর গানের অ্যালবাম। যার একাধিক গানই মুখ্যমন্ত্রীর লেখা। অ্যালবামের তিনটি গানই দুর্গাপুজোর প্রেক্ষাপটে তৈরি হয়েছে। গানগুলি গেয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য-সহ একাধিক বিশিষ্ট সংগীত শিল্পী। এ অ্যালবামের তৃতীয় গানটি এবারের পুজোর অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে। এই গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা বিশিষ্ট গায়ক ইন্দ্রনীল সেন। গানটির একাধিক জেলা, তাদের সংস্কৃতির প্রেক্ষাপটে লেখা। এই গানের ভাষা, ‘ঢাক বাজে, মাদল বাজে, ধামসা বাজে রে’।