fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণদেশবাংলাদেশহেডলাইন

অবিভক্ত ভারতের প্রধান রেলপথ চিলাহাটি-হলদিবাড়ি রুট পুনরায় চালু হচ্ছে, উদ্বোধন করবেন মোদি ও  হাসিনা

যুগশঙ্খ প্রতিবেদন, ঢাকা: অবিভক্ত ভারতের প্রধান রেলপথ বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি হয়ে ভারত-বাংলাদেশ রেলপথ পুনরায় চালু হচ্ছে। বাংলাদেশের রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৬ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই রেলপথ যোগাযোগের উদ্বোধন করবেন।

বাংলাদেশের নীলফামারী জেলার চিলাহাটিতে শুক্রবার ভারত-বাংলাদেশ সংযোগ রেলপথের নির্মাণকাজ পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, কভিডের মহামারি অতিক্রম করতে পারলে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেটি উদ্বোধন করা হবে। আর সম্পূর্ণ নিরাপদ না হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হবে।

বংলাদেশের রেলমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, আগামী ডিসেম্বরের আগেই আমাদের অংশের রেললাইন নির্মাণ কাজ সম্পন্ন করে উদ্বোধনের জন্য আমরা প্রস্তুত থাকব। ভারতের অংশে যেটুকু বাকি আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার অনুরোধ জানানো হবে।’ মন্ত্রী আরো বলেন, ‘অবিভক্ত ভারতের রেল যোগাযোগের এটিই প্রধান পথ ছিল। পাকিস্তান-ভারত ভাগ হওয়ার পরও ১৯৬৫ সাল পর্যন্ত সেটি চালু ছিল। কলকাতা থেকে এ পথে ট্রেন চলাচল করত। সেই যোগাযোগটি ১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে যায়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যে সোনালি অধ্যায়ের সূচনা করেছেন, তারই ফলশ্রুতিতে এই রেলপথ চালুর কার্যক্রম শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘গত জুন মাসে এ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কভিড-১৯-এর কারণে আমরা মহাদুর্যোগের মধ্যে আছি। তার পরও স্থানীয় প্রশাসনের সহযোগিতা, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ও প্রকল্প পরিচালকের আন্তরিকতায় কাজটি শেষ পর্যায়ে রয়েছে।’

 

 

Related Articles

Back to top button
Close