fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

টেলিভিশনে ক্রাইম সিরিয়াল দেখে গলায় দড়ি, মৃত্যু চতুর্থ শ্রেণির ছাত্রের, শুরু তদন্ত

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: টেলিভিশনে একটি ক্রাইমের সিরিয়াল দেখে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল চতুর্থ শ্রেণির এক ছাত্র। বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার শীতলিয়া গ্রামের ঘটনা। ওই ছাত্রের নাম সৌগত মন্ডল(১০)। আজ শনিবার সকাল দশটা নাগাদ সত্য ঘটনা অবলম্বনে ক্রাইমের একটি সিরিয়াল চলাকালীন সৌগত এই কাণ্ড ঘটিয়ে ফেলে। সেই সময় বাড়িতে কেউ ছিল না। ১০ বছরের বালকের এই মৃত্যু নিয়ে নানান প্রশ্ন উঠেছে।

এটি আত্মহত্যা না, গলায় দড়ি পেঁচিয়ে যাওয়ার কারণে শ্বাস আটকে মৃত্যু কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

সৌগত’র বাবা গৌতম মন্ডল, মা শ্রীমতি মন্ডল সেই সময় গ্রামের মুদিখানার দোকানে কিছু সামগ্রী আনতে গিয়েছিলেন। বাড়ি ফিরে এই ঘটনা দেখেন তাঁরা।
ঘটনার জেরে শোকস্তব্ধ সুন্দরবনের শীতলিয়া গ্রাম। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পাঠিয়েছে।
মৃত ছাত্রের বাবা গৌতম মন্ডল, জানিয়েছেন আমরা যখন বাড়ির থেকে দোকানে গিয়েছিলাম তখন টিভি চলছিল না। এসে দেখি টিভি চলছে ও প্রায় ক্রাইম সিরিয়াল দেখত। আমরা বারবার বারণ করতাম তাও শুনত না।

Related Articles

Back to top button
Close