ফের লকডাউনের কবলে চিন! অর্থনীতি ধাক্কা খাওয়ার আশঙ্কায় বিশেষজ্ঞরা

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ ফের লকডাউনের কবলে চিন। করোনা সংক্রমণের ভয়েই এই লকডাউন জারি করা হয়েছে। চিনের আরও কয়েকটি শহরে এই লকডাউন জারি হতে পারে, এমনই ইঙ্গিত দিয়েছে দেশের সরকার।
সম্প্রতি চিনের চাংচুন শহরেও হঠাৎ করেই লকডাউন জারি করা হয়েছিল। শুক্রবার উত্তরপূর্বের চিনা শহর চাংচুনের ৯০ লক্ষ মানুষকে হঠাৎ করেই লকডাউনের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছিল। চাংচুন জিলিন প্রদেশের রাজধানী। এছাড়াও এই শহর শিল্পতালুকের কারণে চিনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ার্ক ফর্ম হোমের-নির্দেশ দেওয়া হয়েছে।
প্রত্যেক বাড়ি কোনও একজন বাসিন্দা প্রতি দু’দিনে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য বাড়ির বাইরে বেরতে পারবেন।
চিনের দক্ষিণ দিকের প্রযুক্তি হাব হিসেবে পরিচিত শেনজেন শহরে নতুন করে লকডাউন জারি হয়েছে। এই বাণিজ্যিক কেন্দ্রে লকডাউনে অর্থনীতিতে প্রভাব পড়বে বলে মত বিশেষজ্ঞদের। চিনের মোট জিডিপির অর্ধেক ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনাও বেশি বলেই মনে করা হচ্ছে। রবিবার শেনজেনের প্রায় ১ কোটি ৭৫ লক্ষ মানুষকে লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে।
সোমবার শেনজেনর গণপরিবহণ ব্যবস্থাও বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রেটার চিনের প্রধান অর্থনীতিবিদ রেমন্ড ইয়েং জানিয়েছেন, “লকডাউনের মেয়াদ বাড়লে চিনের অর্থনৈতিক বৃদ্ধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে।”