সুস্বাদু ফ্রোজেন চিকেনেও করোনা! না খেতে পেয়ে বেজিংয়ের কাঠগড়ায় ব্রাজিল
যুগশঙ্খ ডিজিটাল ডেস্কঃ এবার মাংসেই ভাইরাস। ব্রাজিল থেকে ফ্রোজেন চিকেন আমদানি করেছিল চিন। বৃহস্পতিবার চিনের শেনঝেন প্রদেশের সরকারি বিবৃতি সেই মাংসে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। সরকারি ওই নির্দেশিকায় বলা হয়েছে আমদানি করা মুরগির মাংসের একটি প্যাকেজে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে।
ঘটনাটি সামনে আসার পর থেকেই সক্রিয় চিনের শেনঝেন প্রদেশের স্বাস্থ্য বিভাগ। ওই মাংস যাঁরা হাতে ধরেছেন, বাড়িতে নিয়েছেন, তাঁদের সকলকে চিহ্নিত করে করোনা পরীক্ষার কাজ শুরু হয়েছে। শেনঝেন এপিডেমিক প্রিভেনশান অ্যান্ড কন্ট্রোল হেড কোয়ার্টারের বক্তব্য, সামুদ্রিক খাবার ও মাছমাংস আমদানির বিষয়ে আরও সতর্ক হতে হবে মানুষের।
না হলে করোনা লড়াইয়ে বুমেরাং হতে পারে যখন তখন। এর আগেও ইকুয়েডর থেকে আনানো চিংড়ি মাছের প্যাকেটেও করোনার উপস্থিতি পাওয়া গিয়েছিল চিনে। ইতিমধ্যেই বিদেশ হতে আমদানিকৃত খাদ্যপন্য তথা মাছ-মাংসের ওপর কড়া নজরদারী আরোপ করেছে জিংপিং প্রশাসন।