fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

চিনে করোনার ‘সেকেন্ড ওয়েভ’, নতুন করে আক্রান্ত বহু

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: নতুন করে চিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেল। সোমবার চিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৬১ জন। শুধুমাত্র চিনের উত্তর-পশ্চিমে প্রত্যন্ত শিনজিয়াং এলাকাতেই ৫৭ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। চিনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে, জুলাইয়ের মাঝামাঝি সময়ে শিনজিয়াং-এর রাজধানী উরমকিতে হঠাৎই করোনা হানা দেয়। গত কয়েকদিনে শিনজিয়াং-এ করোনা আক্রান্ত হয়েছেন ১৭৮ জন। কোনও ঝুঁকি না নিয়ে মারণ ভাইরাসের মোকাবিলায় ‘যুদ্ধকালীন পরিস্থিতি’ ইতিমধ্যেই ঘোষণা করা হয়। সংক্রমণ যাতে আর না বাড়তে পারে তার জন্য জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। উরুমকিতে ইতিমধ্যেই জমায়েত নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয়েছে। কাজ ছাড়া অকারণে বাড়ির বাইরে বের হতে বারণ করা হয়েছে। এই শিনজিয়াংয়ে মূলত চিনের সংখ্যালঘু উইঘুর মুসলমানদের বসবাস বলে জানা গেছে।

[আরও পড়ুন- বাগদাদের অস্ত্রঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ]

উত্তর কোরিয়ার সীমান্তে জিলিন অঞ্চলেও কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর-পশ্চিমে লিয়াওনিং প্রদেশের রাজধানী দালিয়ানেও বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে গত এপ্রিল মাসে একইদিনে এত সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছিল চিনে।  গত ১৪ এপ্রিল মাসে চিনে একইদিনে ৮৯ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। জানা গিয়েছিল যে, এদের মধ্যে বেশিরভাগই এসেছিল বিদেশ থেকে। এরপর জুলাই মাসে আবার নতুন করে এত সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হওয়ার পড়ে ব্যাপক হারে করোনা পরীক্ষা শুরু হয়েছে। উল্লেখ্য, গত শনিবার চিনে সুপার লিগ ফুটবল টুর্নামেন্ট চালু হয়। তারপরেই করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে থাকে।

 

Related Articles

Back to top button
Close