চিনে গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১০, জখম শতাধিক

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: চিনে গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল ১০ জনের। চিনের স্থানীয় সময় অনুযায়ী শনিবার বিকেলের ঘটনা। ঘটনায় এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে ১০ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, শনিবার বিকেলে চিনের পূর্ব উপকূলে অবস্থিত নিংবো শহর থেকে লিকুইড গ্যাসভর্তি একটি ট্যাঙ্কার ওয়েনঝাউ শহরে যাচ্ছিল। বিকেল চারটে নাগাদ ওয়েনলিং শহরের কাছ থেকে যাওয়ার সময় হাইওয়ের উপর ট্যাঙ্কারটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাশ্ববর্তী এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। চিনের জেজিয়াং প্রদেশে মৃত্যু হয় কমপক্ষে ১০ জনের। জখম হয়েছে আরও শতাধিকের বেশি মানুষ। জখমদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে প্রশাসন ও দমকল বিভাগের কর্মীরা গিয়ে উদ্ধার কার্য চালান। ৩৪টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।