fbpx
দেশহেডলাইন

দু’জন মেজর সহ ১০ ভারতীয় সেনা জওয়ানকে মুক্তি দিল চিন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সম্মুখ সমরের তিন দিন পরে ২ মেজর-সহ ১০ জন সেনা জওয়ানকে ছাড়ল চিন। যদিও সরকারিভাবে এই নিয়ে কেন্দ্র বা প্রতিরক্ষামন্ত্রকের তরফ থেকে কিছুই জানানো হয়নি। সূত্রের খবর, ‘তিনদিনের সমঝোতার পর দশজন সেনা আধিকারিক সহ দু’জন মেজরকে ছেড়ে দিয়েছে চিন সেনা’, এই বিষয়ের সঙ্গে যুক্তরা এমন তথ্য দিয়েছেন।

তবে সূত্রের খবর, রবিবার-সোমবার মধ্যরাতে গালওয়ান উপত্যকায় চিন ও ভারতীয় সেনার মধ্যে যে হাতাহাতি হয়েছিল, তাতে ২০ জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়েছে, সেই খবর সকলেরই জানা। কিন্তু সেইসময় ১০ জন সেনা জওয়ান চিনের হাতে বন্দি ছিল, সেই খবর জানা ছিল না। জানা গিয়েছে, গত তিন-চার দিন ধরে বিভিন্ন স্তরে কথা বলার পরই বৃহস্পতিবার রাতেই এই দশ জনকে মুক্তি দেয় চিনা বাহিনী।

আরও পড়ুন: করোনার বাড়বাড়ন্ত, ফের ১২ দিনের লকডাউনের পথে হাঁটতে চলেছে চেন্নাই

যদিও সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, কোনও ভারতীয় সেনা চিনের হাতে নেই। তবে যে ২০ জন মারা গিয়েছেন, তাছাড়া আরও ৭৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁদের অবস্থা খুব একটা সঙ্কটজনক নয়। গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের মধ্যে যে হাতাহাতি হয়েছিল, তারপর থেকে উত্তেজনা কমাতে ভারত ও চিনের মধ্যে একাধিকবার কথা হয়েছে।

Related Articles

Back to top button
Close