fbpx
আন্তর্জাতিকহেডলাইন

করোনা আতঙ্কের মাঝেই চিনের উন্নানে জোরালো ভূমিকম্প! মৃত ৪, আহত বহু

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আতঙ্কের মাঝেই চিনের উন্নান প্রদেশে কেঁপে উঠল জোরালো ভূমিকম্পের ফলে। জানা গিয়েছে, সোমবার রাতে দক্ষিণ-পশ্চিম চিনের উন্নানে ভূমিকম্পের কারণে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৩ জন। তবে আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

সূত্রের খবর, আহতদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রিখটার স্কেলে এদিনের কম্পনের মাত্রা ছিল ৫ ম্যাগ্নিচিউড। ভেঙে পড়ার ধ্বংসস্তুপের নীচে আরও কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।

 

 

জানা গিয়েছে, মাটি থেকে আট কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উত্‍স্যস্থল। কুইজিং সিটি, হুইজে কাউন্টি, ঝাওটোং, জুয়ানেই এবং চুজিয়ং শহরে কম্পন অনুভূত হয়েছে। গত বছর চিনের সিচুয়ান ৫.৪ ম্যাগ্নিচিউডের কম্পনে মৃত্যু হয়েছিল অন্তত ৩১ জনের।

Related Articles

Back to top button
Close