গুরুত্বপূর্ণদেশহেডলাইন
ইন্ডিয়ান আর্মির পাল্টা হামলায় মৃত্যু চিনা কমান্ডারদের,’স্বীকার’ বেজিংয়ের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অবশেষে অবশেষে ভারতীয় সেনার পাল্টা হামলায় চিনা কমান্ডারদের মৃত্যুর ঘটনা মেনে নিল বেজিং।
গালওয়ান উপত্যকায় ১৫ জুন রাতে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে চিনা সেনার (পিএলএ) কম্যান্ডিং অফিসারের মৃত্যুর ঘটনা মেনে নিল চিন। সেনা সূত্রের খবর, সোমবার পূর্ব লাদাখের চুশুলে চিন নিয়ন্ত্রিত মলডো এলাকায় দ্বিপাক্ষিক কোর কম্যান্ডার স্তরের বৈঠকে চিন সেনার তরফে এ কথা স্বীকার করা হয়েছে। গালওয়ানের ঘটনার পরে এই প্রথম চিনের তরফে সেনা মৃত্যুর খবর মেনে নেওয়া হল।
লেহতে অবস্থিত ভারতীয় সেনার ৩ নম্বর কোরের কম্যান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল হরবিন্দর সিংহ এবং পিএলএ’র সম-স্তরের এক আধিকারিকের এদিনের বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) উত্তেজনা কমাতে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে আলোচনা হওয়ার কথা।