জিনপিং সরকার নয়, প্রধানমন্ত্রী মোদিকেই বেশি ‘পছন্দ’ ৫০ শতাংশ চিনা নাগরিকের!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: গালওয়ান ও চিনা অ্যাপ সহ বিভিন্ন ইস্যুতে দুইদেশের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। একে অপরকে টেক্কা দিতে সীমান্তে মোতায়েন করা হচ্ছে মিসাইল। তবে এহেন পরিস্থিতির মাঝেও চিনের অর্ধেক মানুষের পছন্দের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই দাবি সেদেশের সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমসের ।
প্রশ্ন উঠছে ভারত ও চিনের মধ্যে কোন দেশের সরকার বেশি পছন্দ চিনের জনগণের? এই প্রশ্নের উত্তর পেতেই সমীক্ষায় আয়োজন করেছিল গ্লোবাল টাইমস। তাতেই প্রকাশ্যে এসেছে এই তথ্য। সমীক্ষায় অংশগ্রহণ করা ৫০ শতাংশ চিনা নাগরিকই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের পক্ষে রায় দিয়েছেন। বাকি নাগরিক নিজের দেশের সরকারের প্রতি আনুগত্য বজায় রেখেছেন। সমীক্ষায় আরও কয়েকটি প্রশ্ন রাখা হয়েছিল।
আরও জানা গিয়েছে, চিনের ৭০ শতাংশ মানুষ বিশ্বাস করেন বিগত কয়েকদিনে ভারত-চিন সম্পর্ক খারাপ হয়েছে। চিনের প্রতি ভারতীয় নাগরিকরা বেশি ক্ষুন্ন হয়েছেন। আবার ৩০ শতাংশ চিনা নাগরিকের বিশ্বাস ভবিষ্যতে ভারত-চিন সম্পর্ক ভালো হওয়ার আশা রয়েছে। যদিও ৯ শতাংশ নাগরিকের ধারণা, ভারত ও চিনের মধ্যে সম্পর্ক ভাল হলেও তা খুব বেশিদিন টিকবে না।