চাঁদে নামল চিনের মহাকাশযান

বেজিং: চাঁদে সফলভাবে অবতরণ করল চিনের মহাকাশযান চ্যাঙই-ফাইভ। মঙ্গলবার যানটি চাঁদে অবতরণ করে। চ্যাঙই-ফাইভ মহাকাশযানটি চাঁদ থেকে নুড়ি-পাথর ও মাটির নমুনা সংগ্রহ করবে। ওই সব নমুনা চাঁদের উৎপত্তি, গঠন সম্পর্কে জানতে এবং আগ্নেয়গিরি সক্রিয়তা বুঝতে বিজ্ঞানীদের সহযোগিতা করবে বলে চিনের তরফে জানানো হয়েছে।
বিভিন্ন নমুনা সংগ্রহ করার সুবিধের জন্য মহাকাশযানের সঙ্গে ক্যামেরা, স্পেকটোমিটার, রাডার, স্কুপ এবং ড্রিল-সহ বেশ কয়েকটি যন্ত্র রয়েছে। চিনের সরকারি টেলিভিশনে চ্যানেল সিসিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, মহাকাশযানটি আগামী ২-৩ দিনের মধ্যে চাঁদ থেকে নমুনা সংগ্রহ শুরু করবে। সংগৃহীত নমুনা একটি ক্যাপসূলে ভরা হবে। এ মাসেই চিনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ায় অঞ্চলে মহাকাশটি নামার কথা রয়েছে।
আরও পড়ুন: কৃষক আন্দোলন: কৃষকদের দাবি না মানলে ইস্তফা দেওয়ার হুমকি হরিয়ানার উপমুখ্যমন্ত্রীর
চিনের এই মহাকাশযান নমুনা সংগ্রহ করে সফলভাবে পৃথিবীতে ফিরতে পারলে নতুন ইতিহাস তৈরি হবে মনে করেছেন সে দেশের বিজ্ঞানীরা। আমেরিকা ও পুরনো সোভিয়েত ইউনিয়নের নামের পাশে লেখা হবে চিনের নাম। এর আগে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন তাদের মহাকাশযান দিয়ে চাঁদ থেকে সফলভাবে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে আনাতে পেরেছিল।