fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

ফের লাদাখে লালফৌজের চোখ রাঙানি, রুখল ভারতীয় সেনাবাহিনী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের চিন সেনাদের চোখ রাঙানি… তবে কিছু করার আগেই রুখর দিল ভারতীয় সেনা বাহিনী। সময় থাকতেই পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সোমবার এমনই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

জানা গেছে, ২৯-৩০ অগস্টের রাতে পূর্ব লাদাখের প্যাংগং সো এলাকায় স্থিতাবস্থা লঙ্ঘন করে সামরিক উস্কানির চেষ্টা করেছিল চিন। তবে ভারতীয় পালটা জবাবে তা সফল হয়নি। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্যাংগং লেকের দক্ষিণ অংশে চিনা বাহিনীর আগ্রাসন রুখতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা।’

ভারতীয় সেনার জনসংযোগ আধিকারিক কর্নেল আমন আনন্দ বলেন, ‘আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখায় বিশ্বাসী ভারতীয় সেনা। তবে সার্বভৌমত্বের রক্ষায় কোনও সমঝোতা তারা করবে না।’

Related Articles

Back to top button
Close