চোপড়ায় শুভেন্দুর ছবিসহ পোস্টার! বিজেপি-তৃণমূল চাপানউতোর

দীপঙ্কর দে, ইসলামপুর: উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পর এবার মঙ্গলবার সকালে ইসলামপুরের চোপড়ায় শুভেন্দু অধিকারীর ছবি সহ পোস্টারে তীব্র রাজনৈতিক চাপান-উতোর চলছে। ইসলামপুর মহকুমার চোপড়া বিডিও অফিসের সামনে এদিন সকালে শুভেন্দু অধিকারীর ছবিসহ আমরা দাদার অনুগামী নামাঙ্কিত একটি ফ্লেক্স লাগানো দেখা যায়। এই ফ্লেক্স থেকেই বিজেপি তৃণমূল চাপানউতোর শুরু হয়েছে। চোপড়ার ব্লক তৃণমূল সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ বলেন, “ওসব বিজেপির কাজ, এভাবে পোস্টার লাগিয়ে জনসমর্থন তৈরি করতে চাইছে বিজেপি। আমরা দিদির অনুগামী, দিদির নির্দেশে মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নের কাজ করি।”
অন্যদিকে চোপড়ার বিজেপি নেতা তথা জেলা সম্পাদক সুবোধ সরকার বলেন, “বিজেপির কাছে অত সময় নেই যে কারো নামের পোস্টার লাগিয়ে বেড়াবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথের পাশাপাশি দলের উচ্চপদস্থ নেতৃত্বের নির্দেশে আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকি। তৃণমূলের কাছে মানুষের সামনে গিয়ে বলার মতো কিছু নেই, তাই এসমস্ত করে মানুষের সমর্থন পাওয়ার বৃথা চেষ্টা করছে।”
উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, “আজকের দিন পর্যন্ত শুভেন্দু অধিকারী তৃণমূলের বিধায়ক রয়েছেন। যেদিন উনি তৃণমূল ছাড়বেন সেদিন আমরা দেখব ওই পোস্টার লাগানোয় আমাদের দলের কেউ জড়িয়ে যাচ্ছেন কি না। ততদিন পর্যন্ত কে পোস্টার লাগাচ্ছেন সে সমস্ত বিষয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই।”