fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

ক্রাইস্টচার্চ হামলায় অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদ হামলায় অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত।

নিউজিল্যান্ড হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ”অভিযুক্ত অস্ট্রেলিয় নাগরিক ব্রেন্টন টারান্ট সারাজীবন কারাগারেই থাকবে। সাজা খাটার সময়ে কোনও ভাবেই প্যারোল মিলবে না।”

এই নারকীয় হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত ব্রেন্টনের বিরুদ্ধে সাজা শোনাতে গিয়ে বিচারপতি ক্যামেরন বলেন, ”খুনি যে ধরনের অপরাধ করেছে, তাতে কোনও সাজাই যথেষ্ট নয়। আজীবন জেলে আটকে রাখার সাজাও যথেষ্ট কম।”

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা চালায় অস্ট্রেলিয় নাগরিক ব্রেন্টন টারান্ট। সেই হামলায় মৃত্যু হয় ৫১ জনের। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন গণহত্যায় মৃতদের পরিবার-পরিজনরা।

উল্লেখ্য, গত বছরের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে নমাজ চলাকালীন বন্দুক নিয়ে চড়াও হয় অস্ট্রেলিয় নাগরিক ব্রেন্টন টারান্ট। নির্বিচারে গুলি চালাতে শুরু করে সে। সেখানে বেশ কয়েকজনকে খুন করে ফের হানা দেয় লিনউড ইসলামিক সেন্টারে। সেখানেও নির্বিচারে গুলি চালাতে শুরু করে। শুধু তাই নয়, নারকীয় হত্যাকাণ্ড সরাসরি ফেসবুকে লাইভও করে সে। ১৭ মিনিট ধরে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে ৫১ জনকে খুন করে ব্রেন্টন। হামলায় গুরুতর জখম হন ৪০ জন। বছর ২৯ এর ব্রেন্টনকে গ্রেফতার করে পুলিশ।

Related Articles

Back to top button
Close