fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

চুরুলিয়ায় মর্যাদার সঙ্গে পালিত হল বিদ্রোহী কবির ৪৫ তম প্রয়াণ দিবস

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম প্রয়াণ দিবস শনিবার আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের তরফে “স্মরণে বরণে মননে নজরুল” শীর্ষক একটি অনুষ্ঠান ভার্চুয়াল ভাবে পালন করা হয়। কবিকে শ্রদ্ধা জানান রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শ্রম ও আইন মন্ত্রী শ্রী মলয় ঘটক। এছাড়াও কবিকে শ্রদ্ধা জানান আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সাধন চক্রবর্তী, বাংলাদেশের জাতীয় কবি তথা কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএইচএম মুস্তাফিজুল রহমান, বাংলাদেশের জাতীয় অধ্যাপক ডঃ রফিকুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল রিসার্চ সেলের ডিরেক্টর অধ্যাপক আনোয়াজ সাহেদ, রাজ্য সরকারের সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপিকা ডঃ সুমিতা চক্রবর্তী সহ কাজী নজরুল বিশ্ববিদ্যালয় অধ্যাপক ও অধ্যাপিকা এবং দুই বাংলার মানুষেরা।

এছাড়াও এদিন কবির জন্মভিটা আসানসোলের জামুড়িয়ার চুরুলিয়ায় কাজি নজরুল ইসলামের প্রয়াণ দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। নজরুল একাডেমির পক্ষ থেকে হওয়া ছোট্ট এক অনুষ্ঠানে চুরুলিয়ায় কবির মূর্তি ও সমাধিতে ফুল দিয়ে সম্মান জানান কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সাধন চক্রবর্তী, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক কাজি রেজাউল করিম, সোনালি কাজি সহ অন্যান্যরা। এছাড়াও দুটি সংগঠন শ্রদ্ধা জানানোর পাশাপাশি ৮০ জন পড়ুয়ার হাতে খাদ্য ও শিক্ষা সামগ্রী তুলে দেন।

Related Articles

Back to top button
Close