fbpx
কলকাতাহেডলাইন

মণীশ শুক্লা খুনের ঘটনায় মূল চক্রী নাসির মণ্ডলকে গ্রেফতার করল সিআইডি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:  মণীশ শুক্লা খুনের ঘটনায় নয়া মোড়, টিটাগড়ে বিজেপি নেতার খুনের মূল চক্রী নাসির মণ্ডলকে গ্রেফতার করল রাজ্য গোয়েন্দা বিভাগ (সিআইডি)। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে কল্যাণী হাইওয়ের ধারে সিআইডি তল্লাশি চালায়। সেখানেই নাসির ধরা পড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাসির দক্ষিণ ২৪ পরগণার বাসন্তির বাসিন্দা। মণীশ খুনে সে মূলচক্রী বলে সিবিআই সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, শুক্রবার নাসিরকে আদালতে তোলা হবে। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর রবিবার ভরসন্ধ্যায় টিটাগড় থানার সন্নিকটে গুলিবিদ্ধ হয়ে খুন হন মণীশ শুক্লা।  খুনের সময় বিটি রোডের ধারে মণীশের গাড়িটি দাঁড় করানো ছিল। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে ঘটনাস্থলে কয়েকজন সঙ্গীর সঙ্গে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন মণীশ। সেই সময়েই মোটরবাইকে এসে তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়।

এর আগে খুররম, গুলাব শেখ, সুবোধ রায়, রোশন যাদব-সহ একাধিক সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এরা প্রত্যেকেই ভাড়াটে খুনি।

 

 

Related Articles

Back to top button
Close