fbpx
কলকাতা

সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মঘাতী কলকাতা বিমানবন্দরে কর্মরত সিআইএসএফ কর্মী

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: আত্মঘাতী সিআইএসএফ কর্মী। সার্ভিস রিভলবার থেকে করে আত্মঘাতী ওই কর্মী। মৃত ওই কর্মী কলকাতা বিমানবন্দরে কর্মরত ছিলেন। মৃতের নাম পঙ্কজ কুমার দে। বিমানবন্দরের বেসমেন্টে টয়লেটে আত্মঘাতী হন ওই সিআইএসএফ কর্মী। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ওই সিআইএসএফ কর্মী ছুটি থেকে এসে কাজে যোগ দিয়েছিলেন। সারাদিন সব ঠিক ঠাকই ছিল। সন্ধ্যা সাড়ে ৬ টানা নাগাদ তাকে দেখতে পাওয়া যায়নি। অনেকক্ষণ ধরেই খোঁজাখুজি চলে। পরে পুরুষ শৌচালয় থেকে তার দেহ উদ্ধার হয়।

পারিবারিক কারণে বছর চল্লিশের ওই সিআইএসএফ কর্মী আত্মহত্যা করেছেন বলে বিমানবন্দর সূত্রে খবর। ইতিমধ্যেই সিআইএসএফ কর্মীর স্ত্রী কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছেন। পুলিশ সূত্রে খবর,  নিজের ৯ এম এম সার্ভিস পিস্তল দিয়ে আত্মঘাতী হন সিআইএসএফ কর্মী। ওই সিআইএসএফ কর্মী এসআই পদে কর্মরত ছিলেন। এই ঘটনার পরে এনসিবিআই থানার পুলিশ ও সিআইএসএফ-র আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছায়। এয়ারপোর্ট ম্যানেজার ওই শৌচালয়টি সিল করে দিয়েছেন।

 

Related Articles

Back to top button
Close