কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নানা জনস্বার্থবিরোধী নীতির প্রতিবাদে দিনহাটায় আন্দোলনে নাগরিক প্রতিরোধ মঞ্চ

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নানা জনস্বার্থবিরোধী নীতির প্রতিবাদে দিনহাটায় আন্দোলনে নামল নাগরিক প্রতিরোধ মঞ্চ। বৃহস্পতিবার দুপুরে দিনহাটা শহরের সংহতি ময়দান থেকে সংগঠনের এই মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ব্যাঙ্ক, বীমা, কয়লা খনি থেকে শুরু করে রেল ও এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দেওয়ার প্রতিবাদে দিনহাটায় নাগরিক প্রতিরোধ মঞ্চের এই মিছিল ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে।
[আরও পড়ুন- ১ নভেম্বর থেকে খুলছে মঙ্গল পাড়া জুটমিল: সাংসদ লকেট চ্যাটার্জী]
এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন প্রদীপ রায়, পুলিন চন্দ্র রায়, আজিজুল হক, তারা কান্ত রায় প্রমুখ। সংগঠন নেতৃত্ব বলেন, কেন্দ্রীয় সরকার দেশের লাভজনক সংস্থা রেলের ১০৯ টি রুটের ১৫১ জোড়া ট্রেনকে বেসরকারি মালিকদের হাতে তুলে দিয়েছে। লাভজনক বিভিন্ন সংস্থাকে বিক্রি করে দিয়ে দেশকে সর্বনাশের পথে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। শিক্ষার প্রাণসত্তা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করা, কৃষি আইন বাতিল সহ বিভিন্ন দাবিতে গণপ্রতিরোধ গড়ে তুলতে এদিনের এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয় বলেও সংগঠনের নেতা আজিজুল হক জানান।