fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

ঘরের ছেলে ঘরে ফেরানোর দাবিতে সিআইটিইউর সিউড়িতে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন

প্রদীপ্ত দত্ত, সিউড়ি: রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির সাথে তাল মিলিয়ে সিউড়িতে ঘরের ছেলে ঘরে ফেরানোর দাবিতে জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করল সিআইটিইউ এর বীরভূম জেলা কমিটি। এই বিক্ষোভ প্রদর্শনে পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যরা সামিল হন‌। উপস্থিত ছিল কৃষি খেতমজুর, ছাত্র ,যুব ও মহিলা সংগঠনের সদস্যরাও।

বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার সময় মহাকুমা শাসক ও সমষ্টি উন্নয়ন আধিকারিকদের নিকট ডেপুটেশন দেন জেলার সিআইটিইউ এর সদস্যরা।
সিআইটিইউ যে দাবিগুলো তুলে ধরে সেগুলো হল , রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে রাজ্য সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে ।
রেলের ভাড়া রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে বহন করতে হবে ।
লকডাউন পর্বে শ্রমিকদের মজুরি দিতে হবে। ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের মাসে ৩৫ কেজি করে খাদ্যশস্য দিতে হবে ।
আগাম তিন মাস ,মাসে মাসে ৭৫০০ টাকা অর্থ সাহায্য দিতে হবে । রাজ্য সরকারের ঘোষিত স্নেহের পরশ প্রকল্পের টাকা সমস্ত পরিযায়ী শ্রমিকদের দিতে হবে।

সিআইটিইউ এর জেলা সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী জানান , ” ঘরের ছেলে ঘরে ফেরাও ” এর দাবিতে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির সাথে বীরভূম জেলার সর্বত্র এই কর্মসূচি পালন করা হল । মহাকুমা শাসক ও সমষ্টি উন্নয়নের আধিকারিকদের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে আমাদের দাবিদাওয়া নিয়ে । আশা করছি রাজ্য সরকার এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন । “

Related Articles

Back to top button
Close