fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

গয়না টাকা ভর্তি ব্যাগ দম্পতিকে ফিরিয়ে দিলেন সিভিক ভলেন্টিয়ার

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: সততার পরিচয় দিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের এক সিভিক ভলেন্টিয়ার। টাকা ও গয়না ভর্তি একটি ব্যাগ কুড়িয়ে পেয়ে থানায় জমা দিয়েছিলেন বারাবনি থানার সিভিক ভলেন্টিয়ার সানি দেব। সেই ব্যাগটি ছিল এক নবদম্পতির। শুক্রবার থানায় ডেকে দম্পতির হাতে সেই ব্যাগ ফিরিয়ে দিলেন বারাবনি থানার পুলিশ।

জানা গিয়েছে, বারাবনি থানার পড়িরা গ্রামের দম্পতি অর্ণব মাজি ও ইন্দ্রানী মাজি মোটরবাইকে করে বুধবার রসুলপুর গ্রামে যাচ্ছিলেন। দোমাহানির কাছে আসার পরে বৃষ্টি শুরু হয়ে যায়। তারা রাস্তার পাশে একটি প্রতিক্ষালয়ে বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নেন। বৃষ্টি থেমে গেলে তারা প্রতিক্ষালয় থেকে বেরিয়ে মোটরবাইক করে চলে যান৷ কিন্তু সঙ্গে থাকা সেই ব্যগটি নিয়ে যেতে ভুলে যান। পরে সেই ব্যাগটি নজরে আসে সিভিক ভলেন্টিয়র সানি দেবের।

তিনি দেখেন ব্যাগের মধ্যে রয়েছে সোনার গয়না ও টাকা। তিনি সঙ্গে সঙ্গে ব্যাগটি থানায় জমা করেন। পুলিশ খোঁজ নিয়ে ব্যাগের মালিকের খোঁজ পায়। এদিন তা তুলে দেওয়া হয়। অর্ণব বাবু বলেন, ব্যাগের মধ্যে চারটি সোনার কানের দুল ও নগদ চার হাজার টাকার মতো ছিল। প্রায় ৫০ হাজার টাকার সামগ্রী ছিল ব্যাগের মধ্যে। আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি ( পশ্চিম) শান্তব্রত চন্দ্র বলেন, প্রশংসনীয় কাজ করেছেন ওই সিভিক ভলেন্টিয়ার।

Related Articles

Back to top button
Close