fbpx
কলকাতাহেডলাইন

গোর্খাল্যান্ড সম্পর্কে মমতা অবস্থান স্পষ্ট করুন: কৈলাস বিজয়বর্গীয়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাহাড়ের রাজনীতি ঘিরে পুজোর আবহেও রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। গোর্খা জনমুক্তি মোর্চার বহিষ্কৃত নেতা বিজেপির সঙ্গে ত্যাগের ঘোষণার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস টুইট করে তাঁকে সমর্থন জানান। বৃহস্পতিবার ইজেডসিসিতে দুর্গাপুজোর উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কৈলাস বিজয়বর্গীয়। বিজেপির এ রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক বলেন, ‘ মমতাজি কি গোর্খাল্যান্ড চান? অবস্থান স্পষ্ট করুন।’
প্রসঙ্গত তিন বছর ফেরার থাকার পর আচমকা বুধবার বিকেলে গোর্খা ভবনের সামনে হাজির হন বিমল গুরুঙ্গ। গোর্খা ভবন বন্ধ থাকায় মধ্য কলকাতার একটি হোটেলে সাংবাদিক বৈঠক করে আমি এখনও মনে করি গোর্খাল্যান্ড গঠনের মাধ্যমে আমাদের রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব। তাই যে দল আমাদের সমর্থন করবে আমরা তাকেই সমর্থন করবো।’ তিনি আরও বলেন, ‘ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বারবার গোর্খাল্যান্ড গঠনের আশ্বাস দিলেও গত ৬ বছরে সেই দাবি পূরণ হয়নি। তাই আমরা বিজেপি ত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বলেন,’ উনি আদর্শ নেত্রী, যাকে যা প্রতিশ্রুতি দেন রাখেন। বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে লড়তে চাই।জেলে গেলেও আমি তৃতীয়বারের জন্য মমতাকে মুখ্যমন্ত্রী দেখতে চাই।’
বৃহস্পতিবার কৈলাস বিজয়বর্গীয় পাল্টা তোপ দেগে বলেন, ‘ যার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, খুনের মামলা রয়েছে সেই ব্যক্তি কলকাতার রাস্তায় বিনা বাধায় ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কিছু বলছে না, কারণ গুরুঙ্গ তৃণমূলকে সমর্থন করছেন। এখানে রাজনৈতিক দল অনুযায়ী পুলিশের ভূমিকা বদলে যায়।’ এরপরই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, ‘মমতাজি নিজের অবস্থান স্পষ্ট করুন । উনি কি গোর্খাল্যান্ড সমর্থন করেন? কারণ উনিই বিজেপির বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদের অভিযোগ তুলেছিলেন ঝাড়খণ্ডের প্রসঙ্গে।’

Related Articles

Back to top button
Close