ডিজে বাজানো নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে গন্ডগোল, আহত একাধিক

মিল্টন পাল, মালদা: উচ্চতারস্বরে ডিজে বাজানো নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বচসা। আর সেই বচসায় মারধর। ঘটনায় আহত ৪জন প্রতিবেশী এদের মধ্যে একজন বৃদ্ধাও রয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মালদার ইংরেজবাজার থানার রবীন্দ্র ভবন এলাকায়। রবিবার অভিযুক্ত ৪ প্রতিবেশীর নামে লিখিত অভিযোগ দায়ের করেছে আহতরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার থানার রবীন্দ্র ভবন এলাকার বাসিন্দা অখিল চন্দ্রের সাথে বাবলু মন্ডল বচসা সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে।প্রতিবেশী অখিল চন্দ্রের বাড়িতে অনুষ্ঠান চলছিল। সেই সময় তারস্বরে ডিজে বাজানো হচ্ছিল। আর এতেই প্রতিবাদ করে প্রতিবেশী অখিল মন্ডল। এই নিয়ে দুই প্রতিবেশির মধ্যে বচসা শুরু হয়। বচসা তুমুল আকার নিলে একে অপরের ওপর চরাও হয়ে বাঁশ লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে মারধর শুরু করে। অখিলের আরও অভিযোগ বাবলু মন্ডল দলবল নিয়ে তার বাড়িতে ঢুকে তাকে এবং তার বৃদ্ধা মা স্বপ্না চন্দ্র ও তার দিদি শিল্পী সরকার, ভাগনা কার্তিক সরকারকে লাথি মারে। অখিলের মাথা ফাটিয়ে দেওয়া হয়।ঘটনার গোলমালে প্রতিবেশিরা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। স্থানীয় লোকেরা আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাতভর তাদের চিকিৎসাধীন থাকার পর রবিবার তাদের ছেড়ে দেওয়া হয়। এদিকে রবিবার আহতদের পরিবারের পক্ষ থেকে ৪ জনের নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, আহতদের মালদা মেডিক্যালে চিকিৎসা চলছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি ও তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।